অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে কোয়ান্টাস এয়ারলাইন্সের একটি বিমান জরুরি সতর্কতা জারির পর নিরাপদে অবতরণ করেছে। খবর দ্য গার্ডিয়ান’র।
বুধবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় সিডনি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানে থাকা ১৪৫ যাত্রীর সবাই নিরাপদে আছেন।
কোয়ান্টাস এয়ারলাইন্স জানায়, কিউএফ১৪৪ বিমানটি আজ বিকেলে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময় পর তাসমান সাগরের উপরে বিমানের একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ সময় পাইলট দ্রুত জরুরি সতর্কতা জারি করে সাহায্যের জন্য আবেদন করেন।
বিমানবন্দরের একজন প্রতিনিধি জানান, সতর্কতা হিসেবে সিডনি বিমানবন্দরে দ্রুত ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ পরিষেবার ব্যবস্থা করা হয়।
এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট পরিচালনার সময় ইঞ্জিন বন্ধ হওয়া বিরল ঘটনা। স্বাভাবিকভাবেই এটি যাত্রীদের জন্য উদ্বেগজনক। আমাদের পাইলটরা নিরাপদে বিমান চালানোর জন্য প্রশিক্ষিত।
/এনএএস
Leave a reply