দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার হাশিম আমলা সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলা আমলা এবার ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বলে দিলেন।
২০১৯ সালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন আমলা। তবে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন গত বছর পর্যন্ত।
৩৯ বছর বয়সী আমলা দুই দশকের পেশাদার ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ৩৪ হাজার ১০৪ রান করেছেন। এর মধ্যে ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত ১২৪টি টেস্টে ৪৬.৬ গড়ে করেন ৯ হাজার ২৮২ রান, যা জ্যাক ক্যালিসের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে আছে ৩১১ রানের সর্বোচ্চ ইনিংসসহ মোট ২৮টি সেঞ্চুরি।
এছাড়া ১৮১ ওয়ানডেতে ৪৯.৫ গড়ে ২৭ সেঞ্চুরিসহ ৮ হাজার ১১৩ আর ৪৪ টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩২.০৫ স্ট্রাইক রেটে ১ হাজার ২৭৭ রান করেন। এরই মধ্যে কোচিংয়ে পা রেখেছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় চলমান এসএটোয়েন্টি লিগে কেপটাউনের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন তিনি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার নতুন কোচিং কাঠামোয় জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেতে পারেন আমলা।
Hashim Amla announces retirement from all forms of cricket 🏏
The legendary South African batter has declared his playing career over.
From everyone at Surrey, thank you for everything Hash.@amlahash 🤎
— Surrey Cricket (@surreycricket) January 18, 2023
ইউএইচ/
Leave a reply