ইউক্রেনে অভিযানে কিছুটা সামরিক বিপর্যয় ঘটলেও, রাশিয়ার বিজয় নিশ্চিত। এমন কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপির।
বুধবার (১৮ জানুয়ারি) রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ শহরে একটি সামরিক কারখানা পরিদর্শনকালে শ্রমিকদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুশ প্রেসিডেন্ট বলনে, হ্যাঁ কিছু সামরিক বিপর্যয় ঘটেছে। তবে আমার কোনো সন্দেহ নেই যে রাশিয়াই এ যুদ্ধে জয় লাভ করবে। তিনি বলেন, রুশ জনগণের ঐক্য ও সংহতি, আমাদের যোদ্ধাদের সাহস ও বীরত্ব অবশ্যই জয় ছিনিয়ে নিয়ে আসবে।
সেন্ট পিটার্সবার্গ পুতিনের জন্মভূমি। তিনি মূলত সোভিয়েত বাহিনীর লেনিনগ্রাদের অবরোধ ভঙ্গ করার ৮০ বছর পূর্তিতে সেখানে যান।
এটিএম/
Leave a reply