চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারে মালয়েশিয়া গেল কিশোর, জীবিত উদ্ধার

|

চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার কেলাং সমুদ্রবন্দরে যাওয়া একটি কন্টেইনারের ভেতর থেকে এক বাংলাদেশি কিশোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১৭ জানুয়ারি জাহাজটি কেলাং বন্দরে ভিড়লে কন্টেইনার থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে ইন্টিগ্ররা জাহাজটি কন্টেইনার ভর্তি করে ১২ জানুয়ারি যাত্রা শুরু করে, ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরের সাগরে পৌঁছালে কন্টেইনারের ভেতর থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরের চিৎকার শুনে এগিয়ে যান জাহাজের ক্যাপ্টেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পুলিশকে জানানো হলে খালি কন্টেইনার থেকে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কন্টিনেন্টাল ট্রেডার্সের সহকারী ব্যবস্থাপক এসএম ফয়সাল আহমেদ জানান, চট্টগ্রাম থেকে খালি কন্টেইনারে করেই কিশোরটি কেলাং বন্দরে পৌঁছেছে। কিন্তু সেই খালি কন্টেইনারে ডিপো থেকে উঠলো নাকি বাইরে থেকে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, সে বাংলায় অস্পষ্টভাবে কথা বলছে। কিন্তু জাহাজটি চট্টগ্রাম থেকে সরাসরি কেলাং বন্দরেই গেছে। মাঝখানে ছিল না কোনো যাত্রাবিরতি। ফলে ওই কিশোর বাংলাদেশ থেকেই জাহাজের কন্টেইনারে উঠেছে, বিষয়টি নিশ্চিত।

এর আগে ২০২২ সালের অক্টোবরে চট্টগ্রাম বন্দর থেকে একইভাবে খালি কন্টেইনারে গিয়ে মালয়েশিয়ার আরেক বন্দর পেনাংয়ে এক যুবকের লাশ পাওয়া গিয়েছিল। তার রেশ না কাটতেই এমন ঘটনা ঘটলো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply