যুদ্ধে প্রায় ৮০০ সেনা কর্মকর্তা হারিয়েছে রাশিয়া

|

ছবি : সংগৃহীত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৯ শীর্ষ কর্মকর্তা নিহতের পর আবারও আলোচনায় উঠে এসেছে যুদ্ধরত দুই দেশের দায়িত্বশীল ব্যক্তি নিহতের ইস্যু। এতে ইউক্রেনের উচ্চপদস্থ কোনো কর্মকর্তার মৃত্যুর ঘটনা এটি প্রথম হলেও ব্যতিক্রম রাশিয়া। যুদ্ধক্ষেত্রে দেশটির জেনারেল পদমর্যাদার অফিসারসহ বিভিন্ন সেক্টরের অন্তত ৮০০ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং জরিপ সংস্থা। খবর এপি’র।

রাজনীতি বিশ্লেষক দিমিত্র ত্রিনিন বলেন, রাশিয়া যেভাবে আগ্রাসন শুরু করেছিল, যুদ্ধ সে পরিকল্পনা মাফিক এগোয়নি। পরিস্থিতি পাল্টে যাচ্ছে প্রতি মুহূর্তে। পশ্চিমের অস্ত্র ব্যবধান গড়ে দিচ্ছে। বহু রুশ সেনা কর্মকর্তা মারা গেছেন। ফলে বারবার সেনা কর্মকর্তা পরিবর্তন করছেন পুতিন। এমনকি ইউক্রেনের যুদ্ধের প্রধানকেও পাল্টেছেন। দায়িত্ব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল গেরামিসোভকে।

রাশিয়ার দাবি, যুদ্ধে ইউক্রেনের ১ লাখের বেশি সেনা নিহত হয়েছে। যেখানে রয়েছে সিনিয়র সামরিক কর্মকর্তারাও। যদিও ইউক্রেনের তুলনায় রাশিয়ার শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের তালিকাটা বেশ দীর্ঘ। নিহত রুশ শীর্ষ ৭ সেনা কর্মকর্তার মধ্যে ৬ জনই মেজর জেনারেল।

সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক কর্মকর্তারাও রয়েছেন নিহতদের তালিকায়। এরমধ্যে গত অক্টোবরে লরি চাপায় প্রাণ হারিয়েছেন খেরসনে নিযুক্ত রাশিয়ার ডেপুটি গভর্নর কিরিল এস্ত্রেমোসোভের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply