ইতালিয়ান সুপার কাপের ফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। দলের বড় এ জয়ে গোল করেছেন ফেডরিকো, জেকো ও লাওতারো মার্টিনেজ।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে প্রতিপক্ষের জালে আক্রমণ করে শুরুতেই এগিয়ে যায় ইন্টার মিলান। খেলার ১০ মিনিটে ফেডরিকো ডিমার্কোর গোলে লিড পায় তারা। ১৭ মিনিটে গোল পরিশোধের সুযোগ পেলেও তা আদায়ে ব্যর্থ হয় এসি মিলান। উল্টো ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এডিন জেকো।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া এসি মিলান বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোল আদায় করতে পারেনি তারা। আর ৭৭ মিনিটে লাওতারো মার্টিনেজের গোলে স্কোর লাইন ৩-০ হয় ইন্টারের। শেষদিকে ব্যবধান কমানোর চেষ্টা করলেও বারপোস্ট বাধায় গোল বঞ্চিত হয় মিলান।
এএআর/
Leave a reply