মেক্সিকোয় ট্রাক ট্রেইলারের পেছনে লুকিয়ে যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিলো আড়াইশ’র বেশি অভিবাসনপ্রত্যাশী। নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ধরা পড়ে দলটি। খবর রয়টার্সের।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসেতে হয় এ ঘটনা। গুয়াতেমালা সীমান্তবর্তী অঞ্চলটি থেকে মেক্সিকো সিটির দিকে যাচ্ছিলো ট্রাকটি। দেশটির সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান চলছিলো সেখানে। বুধবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১ টার দিকে এক চেকপয়েন্টে আটক করা হয় ট্রাকটি। বের করে আনা হয় ২৫৪ অভিবাসন প্রত্যাশী। খাবার, পানি, স্বাস্থ্যসেবা দেয়ার পর আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। দেয়া হয় আইনি পরামর্শও।
পরে হাজতে রাখা হয় অভিবাসন প্রত্যাশীদের। ট্রাক চালককেও আটক করা হয়েছে। উদ্ধারকৃত আশ্রয়প্রার্থীরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
এটিএম/
Leave a reply