মেক্সিকোতে ভিডিও গেমে হেরে বন্ধুকে গুলি করে হত্যা

|

প্রতীকী ছবি।

মেক্সিকোয় ভিডিও গেমে হেরে যাওয়ায় বন্ধুকে মাথায় গুলি করে হত্যা করেছে ১০ বছরের এক শিশু। রোববার (১৫ জানুয়ারি) পূর্ব ভেরাক্রুজ রাজ্যে একটি ভিডিও গেমের দোকানে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

সংবাদ সূত্রে জানা যায়, বন্ধু তাকে ভিডিও গেমে মারধর করায় হেরে যায় সে। তখনই বাসায় গিয়ে টেবিলের ওপর রাখা বাবা-মায়ের বন্দুক নিয়ে গিয়ে বন্ধুর মাথায় গুলি করে বসে। এরপর পরিবারসহ পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী শিশুর মা এ ঘটনার বিচার চেয়েছেন। বলেন, পরিবারের দায়িত্ব অবহেলার কারণেই ঘটেছে এমন দুর্ঘটনা।

মেক্সিকোর পূর্ব ভেরাক্রুজ রাজ্য মেক্সিকোর অন্যতম অপরাধপ্রবণ শহর। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ৩ লক্ষ ৬০ হাজার মানুষ হত্যার শিকার হয়েছে সেখানে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply