পেরুতে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতা

|

পেরুতে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী লিমাতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা। তাতে যোগ দেন হাজার হাজার আন্দোলনকারী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এর আগে বুধবার বিক্ষোভকারীদের ঠেকাতে বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়। সরকার বিরোধীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও গুলি ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা ভাঙচুর চালায় বিভিন্ন স্থাপনায়।

আগাম নির্বাচন ও কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলের মুক্তির দাবিতে কয়েক সপ্তাহ ধরেই পেরুতে চলছে আন্দোলন। গেল ডিসেম্বরে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় পেদ্রো কাস্তিলোকে। বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৪২ জনের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply