তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
টেস্ট সিরিজে খারাপ ভাবে হারার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজে না থাকা ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও পেস বোলার মোস্তাফিজুর রহমান দলের সাথে যোগ দিয়েছেন।
একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় টাইগারদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিলেও সমীকরণে অনেকটাই এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পাঁচ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের চার জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র একটিতে।
Leave a reply