Site icon Jamuna Television

আমার জীবনটাকে নরক করে দিলো: জ্যাকলিন

২০০ কোটি রুপি তছরুপের মামলায় এবার প্রেমিক কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিতে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নাডেজ। বলেন, সে আমার আবেগের সাথে খেলা করেছে। আমার জীবনটাকে নরকে পরিণত করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতারণার কাণ্ডে গত একবছর ধরে আদালতের চক্কর কাটছেন জ্যাকলিন। এবার আদালতে হাজিরা দিতে গিয়ে সুকেশের বিরুদ্ধে একাধিক তথ্য ফাঁস করলেন এই অভিনেত্রী। তিনি জানান, পিঙ্কি ইরানি নামের এক নারীর মাধ্যমে যোগাযোগ হয় সুকেশের সাথে। জ্যাকলিনের দাবি, পিঙ্কি তার মেকাপ আর্টিস্টের মাধ্যমে জ্যাকুলিনকে বুঝিয়েছিলেন যে সুকেশ একজন ভালো মানুষ। তিনি সানটিভির মালিক এবং জয় ললিতার আত্মীয়।

জ্যাকলিন আদালতে আরও জানান, সুকেশ প্রথমে নিজের নাম শেখর বলে পরিচয় দিয়েছিল এবং দিনে প্রায় ৩ বার ভিডিও কলে তার সাথে যোগাযোগ করতো। পরে তার অপরাধমূলক কর্মকাণ্ড জানতে পারার পর জ্যাকলিন জানতে পারেন তার আসল নাম সুকেশ।

আদালতের জবানবন্দিতে জযাকলিন দাবি করেন, ২০২১ সালের ৮ অগাস্ট শেষ বার সুকেশের সঙ্গে কথা হয় তার। তার পরে আর তার সঙ্গে যোগাযোগ করেনি সুকেশ।

এটিএম/

Exit mobile version