চলছে খনন কাজ, এখনও মেলেনি গুপ্তধন

|

রাজধানীর মিরপুর ১০ নম্বরের আলোচিত সেই বাড়িটিতে গুপ্তধন সন্ধানের সকাল ১১ টা থেকে মাটি উত্তোলনের কাজ শুরু করে পুলিশ।
পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার উজ-জামানের নেতৃত্বে শুরু হয় এই অনুসন্ধান কাজ। কিন্তু এখন পর্যন্ত কিছুই পাওয়া যায়নি।

জানা যায়, আজ ৮ থেকে ১০ ফুট মাটি খনন করা হবে। যদি এর মধ্যে গুপ্তধন না পাওয়া যায় তাহলে আজকের মতো কাজ শেষ করা হবে।

বাড়ির দু’টি কক্ষের মেঝেতে চলছে খননকাজ। পাকিস্তান আমলে বাড়িটি ছাড়ার সময় মালিক দিলদাশ খান প্রায় দুই মণ স্বর্ণ পুতে রেখে গেছেন বলে সহকর্মীর কাছে শুনেছেন পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি নাগরিক সৈয়দ আলম।

দু’বছর আগে দেশে এসে বাড়ির একটি রুমও ভাড়া নিয়েছিল সৈয়দ আলম। কিন্তু অন্য ভাড়াটিয়ার কারণে স্বর্ণ উত্তোলন প্রচেষ্টা সফল হয়নি তার। পরে খননে অনুমতি চান বাড়ির বর্তমান মালিক মনিরুল। তাকে অনুমতি না দিলে জটিলতা তৈরি হওয়ায়, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খননের সিদ্ধান্ত নেয় পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply