পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতায় শিক্ষকসহ নিহত ২

|

নিহত আদাম জাবারিন (২৮) ও জাওয়াদ বাওয়াকনেহ (৫৭) ।

দখলকৃত পশ্চিম তীরে আবারও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২ ফিলিস্তিনির, যাদের একজন পেশায় শিক্ষক ছিলেন। এ হামলায় আরও ৪ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে জেনিন শহরে চালানো ওই সাঁড়াশি অভিযান।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নিহতদের একজন জাওয়াদ বাওয়াকনেহ (৫৭) পেশায় শিক্ষক ছিলেন। তার পরিবারের অভিযোগ, বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময়, ইহুদি সেনাদের গুলিতে আহত একজনকে সাহায্য করার চেষ্টা করছিলেন তিনি। তখনই ইসরায়েলি সেনাদের গুলিতে তিনি নিহত হন। নিহত অপর ব্যক্তি আদাম জাবারিন (২৮) কে নিজ দলের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘ইসলামিক জিহাদ’।

এ প্রসঙ্গে দেয়া এক বিবৃতিতে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, জেনিনে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলছিলো। এসময়, হামলার ইসরায়েলি সেনারা হামলার শিকার হলে পাল্টা জবাবে ছোড়া গুলিতে প্রাণ যায় ওই দুজনের।

প্রসঙ্গত, নতুন বছরের প্রথম ১৯ দিনেই ১৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply