সাকিব-ইফতেখারের ঝড়ো ব্যাটিংয়ে রংপুরকে ২৩৯ রানের লক্ষ্য দিলো বরিশাল

|

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান ও ইফতেখার আহমেদের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে রংপুর রাইডার্সকে ২৩৯ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ফরচুন বরিশাল।

দিনের ২য় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক শোয়েব মালিক। শুরুটা বেশ ভালোভাবেই করেছিল শোয়েবের রংপুর। প্রথম ৫ ওভারেই রংপুর রাইডার্সের বোলাররা তুলে নেন আনামুল হক বিজয়, ইবরাহিম জাদরান ও মেহেদী মিরাজের উইকেট। টপ অর্ডারের ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদও। আর, তখনও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যাচ্ছিলেন সাকিব। রিয়াদের বিদায়ের পর সাকিবের সাথে যোগ দেন ইফতেখার আহমেদ।

আর, তারপরই শুরু হয় ঝড়! একদিক থেকে সাকিব, অন্যদিক থেকে ইফতেখার! এ সময় ৪৩ বল খেলা সাকিবের ব্যাট থেকে ৬টি ছক্কা ও ৯টি চারের সুবাদে আসে ৮৯ রান। আর ৪৫ বলে ৬টি চার ও ৯টি ছয়ে বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরিটি তুলে নেন ইফতেখার।

এখন বরিশালের দেয়া ২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছে রংপুর রাইডার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৮ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ৬০ রান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply