নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হ্যাটট্রিক জয়ে সুপার সিক্স রাউন্ডে বাংলাদেশ। অসাধারণ এ সাফল্যের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক দিশা বিশ্বাস। পরের রাউন্ডে আরও ভালো করতে চান নারী ক্রিকেটের এ স্বপ্নসারথি। আগামী শনিবার (২১ জানুয়ারি) সুপার সিক্সের গ্রুপ ওয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ।
নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল টাইগ্রেসরা। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেও বিশেষ বেগ পেতে হয়নি দিশা-প্রত্যাশাদের। সবশেষ যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে লাল সবুজের প্রতিনিধিরা।
এমন দুর্দান্ত জয়ে বেশ খুশি নারীদের কাণ্ডারি দিশা বিশ্বাস। আত্মবিশ্বাসে ভরপুর এ টাইগ্রেস আগেই বলেছিলেন বিশ্বকাপটা জিততেই যাচ্ছেন সাউথ আফ্রিকায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক দিশা বিশ্বাস বললেন, গ্রুপ পর্বের ৩টি ম্যাচেই জয় পেয়েছি এজন্য ভাল লাগছে, এবং পূর্ণ পয়েন্ট নিয়েই আমরা সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। পরের রাউন্ডের জন্য এখন আমরা আরও নিশ্চিন্তে প্রস্ততি নিতে পারছি, আগের রাউন্ডের পারফরমেন্স আমাদের আত্মবিশ্বাসও বাড়াচ্ছে।
সতীর্থদের পাশাপাশি নিজের পারফরম্যান্সেও বেশ সন্তুষ্ট দিশা। তবে জয়ের ক্ষুধাটা কমেনি একটুও। লক্ষ্যটা বিশ্বকে চমকে দেয়ার। এ প্রসঙ্গে অধিনায়ক দিশা বিশ্বাস আরও বলেন, নিজে ভালো পারফর্ম করতে পেরেছি এটা নিঃসন্দেহে অনুপ্রেরণার। পারফর্মেন্স দিয়ে দলের জয়ে ভূমিকা রাখতে পারছি এটা একটা দারুণ ব্যাপার। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। আমি চেষ্টা করবো আরও উন্নতি করার। দেশকে ও দলকে আরও ভাল কিছু দিতে চাই।
ক্রিকেট মাঠের এ লড়াইয়ে জিততে দেশবাসীর কাছে দোয়া ও আর্শীবাদ চেয়েছেন দিশা। দেশের মানুষের সমর্থন থাকলে সামনে এগিয়ে যাওয়া সহজ হবে- বলেই মনে করছেন এ টাইগ্রেস।
আগামী শনিবার (২১ জানুয়ারি) সুপার সিক্সের গ্রুপ ওয়ানে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেনওয়েস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে।
/এসএইচ
Leave a reply