Site icon Jamuna Television

নাটকীয়তাপূর্ণ ম্যাচে শেষ আটে রিয়াল মাদ্রিদ

ছবি : সংগৃহীত

কোপা দেল রে’র রাউন্ড অব সিক্সটিনের সবচেয়ে আলোচিত ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়ালের। হলোও তাই, প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয় গোলে ৩-২ গোলের দুর্দান্ত জয় পায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস, মিলিতাও ও সেবায়োসের গোলে আসরের শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায় ম্যাচের শুরু থেকেই মাদ্রিদের উপর আক্রমণ চালাতে থাকে স্বাগতিক দল ভিয়ারিয়াল। ম্যাচের ৪ মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে নেন স্ট্রাইকার এতিনে ক্যাপুর। জেরার্ড মোরেনোর পাস থেকে বুলেট গতির শটে মাদ্রিদ গোলরক্ষককে প্রতিহত করে বল জালে জড়ায়।

তবে, ১০ মিনিটেই সহজ সুযোগ পায় মাদ্রিদের মিডফিল্ডার ভালভার্দে। গোলরক্ষককে একা পেয়েও গোলপোস্টের উপর দিয়ে বল পাঠান তিনি। ঠিক এর ৮ মিনিট পড়ে ভিয়ারিয়ালকে আরেকবার এগিয়ে দেয়ার সুযোগ হাতছাড়া করেন এতিনে ক্যাপুর। কর্তোয়াকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।

ম্যাচের ৩২ মিনিটে আরও একবার লস ব্ল্যাঙ্কসদের বাঁচিয়ে দেন ডিফেন্ডার নাচো। নিশ্চিত গোল হওয়া বলটি তিনি ব্লক করে দেন। ঠিক এর ৪ মিনিট পর ফাঁকা গোলপোস্ট পেয়েও গোল করতে পারেননি মাদিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল চ্যাকুয়েজে। ফলে, ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

ছবি: সংগৃহীত

তবে, বিরতি থেকে ফিরেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। ৫৭ মিনিটে ভিনিসিয়াসের গোলে ব্যবধান কমায় লস ব্ল্যাঙ্কসরা। ঠিক এর ১২ মিনিটের মধ্যেই সমতায় ফেরে মাদ্রিদ। গোলরক্ষকের সামনেই ফাঁকা বল পেয়ে যান মাদ্রিদ ডিফেন্ডার মিলিতাও। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরান দলকে।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো ঠিক তখনও ম্যাচের নাটকীয়তা শেষ হয়নি। ৮৬তম মিনিটে দানি সেবাইয়োসের রোমাঞ্চকর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আর এ জয়ে কোপা দেল রে’র শেষ আটে পা রাখে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

/আরআইএম

Exit mobile version