পেরুর সরকার বিরোধী বিক্ষোভে আরও দুই আন্দোলনকারীর মৃত্যু

|

ছবি: সংগৃহীত

পেরুতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে আরও দুই আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫৪ জনে। খবর ওয়াশিংটন পোস্টের।

প্রশাসন জানায়, মাকুসানি শহরের পুলিশ স্টেশন আর বিচার বিভাগীয় অফিসে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। তাদের প্রতিহত করতেই এলোপাতাড়ি গুলি ছোঁড়ে পুলিশ সদস্যরা। এতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অনেকে। তাছাড়া, রাজধানী লিমাসহ অন্যান্য বড় শহরগুলোও বিক্ষোভে উত্তাল।

ছবি: সংগৃহীত

আন্দোলনকারীদের দাবি, কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর নিঃশর্ত মুক্তি। গেলো ডিসেম্বরে, অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে হঠানো হয়। কোনো বিচার ছাড়াই কাস্তিলোকে ১৮ মাসের আটকাদেশ দেন আদালত। বিক্ষোভকারীরা আরও চান, আগাম নির্বাচন, সংবিধানের সংস্কার এবং নতুন সরকারের বিদায়।

আরও পড়ুন: মায়া সভ্যতার নতুন নগরীর সন্ধান, ধারণার চেয়েও আধুনিক

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply