একই গ্রামের ১৩ স্থানে রহস্যজনক আগুন, জ্বিনের কারসাজি ভেবে বাড়িতে বাড়িতে মিলাদ

|

আগুন লাগার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীর একটি গ্রামে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। গত তিন দিনে গ্রামটির অন্তত ১৩ স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টিকে জ্বিনের কারসাজি ভেবে বাড়িতে বাড়িতে মিলাদ আয়োজন করছেন আতঙ্কিত গ্রামবাসী।

স্থানীয়রা জানায়, রোববার (১৫ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার প্রত্যন্ত গ্রাম নড়াইলে ঘটনার সূত্রপাত হয়। ওইদিন হঠাৎ কয়েকটি বাড়ির রান্না ঘর, খড়ের গাদাসহ বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। পরের দিনও একই কাণ্ড। এরপরও দুয়েকটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। এভাবে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসী।

সরেজমিন ঘুরে জানা গেছে, আগুনে হতাহত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এনিয়ে ছড়িয়েছে আতঙ্ক ও গুজব। অনেকেই বলছেন, এটি জ্বিনের কাজ। এজন্য ভয়ে কেউ কেউ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। কেউ আয়োজন করছেন মিলাদ মাহফিল। তবে আগুন রহস্যের কিনারা করতে মাঠে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম বলেন, কেউ হয়ত শয়তানি করছে। আমরা পুলিশ পাঠিয়েছিলাম। আপাতত আর সমস্যা নাই। কেউ কেউ জ্বিনের কারসাজি বলার চেষ্টা করছেন। বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি।

প্রসঙ্গত, বছর তিনেক আগে কাশিয়ানীর শংকরপাশা নামে আরেকটি গ্রামে  একই ধরনের ঘটনা ঘটে। সেই রহস্যের জট খোলেনি এখনও।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply