পাকিস্তানে রাশিয়ার ৮০ প্রতিনিধির দল, স্বাক্ষরিত হবে ৯ জ্বালানি চুক্তি

|

রাশিয়ার সাথে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল আমদানিসহ ৯টি যৌথ প্রটোকলে স্বাক্ষর করতে যাচ্ছে পাকিস্তান। দু’দেশের মধ্যে চলমান তিন দিনব্যাপী আন্তঃসরকার কমিশনের বৈঠকে স্বাক্ষরিত হবে এসব প্রটোকল। খবর রয়টার্সের।

শুক্রবার (২০ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা হবে। এতে অংশ নিতে রুশ জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনোভের নেতৃত্বে লাহোরে অবস্থান করছেন ৮০ জনের একটি দল। তাদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও রয়েছেন ব্যবসায়ী ও শিল্পপতিরা।

জ্বালানি ছাড়াও অর্থ, বাণিজ্য-বিনিয়োগ, কৃষি, শিল্প-কারখানা, শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে পারস্পরিক চুক্তি স্বাক্ষরিত হবে এ বৈঠকে। রাশিয়ার শীর্ষ জ্বালানি আমদানিকারক দেশের কাতারে পড়ে না পাকিস্তান। কিন্তু সামরিক আগ্রাসন শুরুর পর মস্কোতে সফর করেন পাক প্রতিনিধি দল। তাদের দাবি, জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে মূল্যছাড় দিতে রাজি হয়েছে পুতিন প্রশাসন। এরপরই বৈঠকের মাধ্যমে চুক্তির এ সিদ্ধান্ত আসে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply