মালয়েশিয়ার বন্দরে পণ্যবাহী কন্টেইনার থেকে এক বাংলাদেশি কিশোরকে উদ্ধার করা হয়েছে। এর একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে ওই কিশোরের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
হংকংভিত্তিক ‘এমভি ইন্টেগ্রা’ নামের জাহাজের কন্টেইনার থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়ে ১৬ জানুয়ারি মালয়েশিয়ার ক্লাং বন্দরে পৌঁছায় জাহাজটি। সেই জাহাজ থেকে মালপত্র নামানোর সময় একটি খালি কন্টেইনার থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। দরজা খুললে তার ভেতর থেকে উদ্ধার করা হয় ওই কিশোরকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দর্শনে মনে হচ্ছিলো কিশোরটি মানসিকভাবে ভারসাম্যহীন। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। চিকিৎসকরা বলছেন, কন্টেইনারের ভেতর পানি, খাবার এবং অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েছিল কিশোরটি। এর আগে গত অক্টোবরে এমনই এক কন্টেইনার থেকে মিলেছিল এক বাংলাদেশির মরদেহ।
এসজেড/
Leave a reply