দীর্ঘ ২১ বছর পর চাকরি হারিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন ভারতীয় এক ব্যক্তি। তিনি মাইক্রোসফটে চাকরি করতেন। খবর এনডিটিভি’র।
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে শেয়ার করা পোস্টে তিনি বলেন, কলেজ জীবনের পর মাইক্রোসফট আমার প্রথম চাকরির স্থান। আমার এখনো মনে আছে চাকরির জন্য যখন আমি বিদেশের মাটিতে এসেছিলাম তখন খুবই ভীত ছিলাম। তখন ভাবছিলাম জীবনে আমার জন্য কী অপেক্ষা করছে।
তিনি বলেন, ২১ বছর চাকরির জীবনে অনেক কিছুই দেখছি। এখানে শেখার পরিবেশ দারুণ। এখানে দক্ষতা অর্জনের দারুণ সুযোগ রয়েছে। আমার ক্যারিয়ার জুড়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা কেবল কয়েক বছরে পরিমাপ করা যায় না। এজন্য আমি মাইক্রোসফটের কাছে সত্যিই কৃতজ্ঞ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রধান সফটওয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন ওই মাইক্রোসফটের কর্মী। ১৯৯৯ সালে তিনি সফটওয়্যার ডিজাইনার হিসেবে তিনি মাইক্রোসফটে যোগদান করেন। মাঝে ২ বছর অ্যামাজনে কাজ করেন তিনি।
/এনএএস
Leave a reply