রাঁধুনী খুঁজছেন ক্রিস্টিয়ানো রোনালদো

|

ছবি: সংগৃহীত

রাঁধুনী খুঁজছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাবুর্চিকে বাংলাদেশী মূদ্রায় ৬ লাখ টাকা বেতন দেবেন সিআরসেভেন। যদিও পছন্দ মতো রাঁধুনী পাচ্ছেন না পর্তুগালের এই ফুটবলার। বেশ কয়েকজন দক্ষ রাঁধুনীর সঙ্গে কথা হলেও কাউকেই পছন্দ হয়নি তার।

ফুটবল খেলা ছেড়ে দিলে পর্তুগালে থিতু হবেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাই দেশটিতে আলিসান বাড়ি বানাচ্ছেন তিনি। ‘ফরেভার হোম’ নামের নির্মাণাধীন এই বাড়িটির কাজ শেষ হবে চলতি বছরের জুনে। এরইমধ্যে বাড়িটির জন্য স্টাফ নিয়োগের কাজ শুরু করেছেন রোনালদো। ৫ সন্তানসহ নিজের ও পরিবারের বাকি সদস্যদের জন্য খাবার প্রস্তুত করতে ওই বাড়ির জন্য ভালো রাঁধুনীর খোঁজ করছেন সিআরসেভেন।

আপাতত সৌদি আরবের রিয়াদের একটি বিলাসবহুল হোটেলে পরিবার নিয়ে থাকছেন রোনালদো। তার পছন্দ মতো বাসস্থানের ব্যবস্থা এখনও করে উঠতে পারেননি আল নাসেরের কর্তারা।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply