মার্কিন রক কিংবদন্তি ডেভিড ক্রসবি আর নেই

|

পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন মার্কিন ফোক রকস্টার ডেভিড ক্রসবি। ৮১ বছর বয়সী এ কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগত। তবে তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডেভিড ক্রসবির সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন। তার স্ত্রী জান ডানস জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ডেভিড। সেই অসুস্থতার কাছেই শেষ পর্যন্ত হার মানলেন এই রকস্টার।

১৯৪১ সালের ১৪ আগস্ট ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন ডেভিড। ১৯৬৪ সালে প্রথমবারের মতো সংগীত জগতে পা রাখেন তিনি। ষাটের দশকে দুটি বড় ব্যান্ড দ্য বার্ডস অ্যান্ড ক্রসবি ও স্টিলস অ্যান্ড ন্যাশের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এ রকস্টারের। সংগীত জগতে অসাধারণ কীর্তির জন্য জীবদ্দশায় তিনি পেয়েছেন বহু পুরস্কার। তার গিটারের সুরে আজও নেচে ওঠে সংগীতপ্রেমীদের মন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply