ছুটির দিনে বাণিজ্য মেলায় ভিড়, ক্রেতাদের আগ্রহ দেশীয় পণ্যে

|

ফাইল ছবি।

ছুটির দিন হওয়ায় পরিবার-পরিজন আর বন্ধুবান্ধব নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে শুরু করেছেন ক্রেতা-দর্শনার্থীরা। আকর্ষণ বাড়াতে লোভনীয় অফার দিচ্ছেন ব্যবসায়ীরা। বিভিন্ন সময় মেলায় এসে যারা পণ্য বাছাই করেছিলেন তারা এখন কিনছেন।

কেউ আবার অপেক্ষা করছেন শেষ দিনের জন্য। তাদের ধারণা, মেলার শেষ ১০ দিনে মূল্য ছাড়ের পরিমাণ বাড়তে থাকে।

বিক্রয়কর্মীরা বলছেন, শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে ভিড় বাড়তে শুরু করেছে। এবার দেশি পণ্যের বিক্রি বেশ বেড়েছে। অন্যদিকে, ক্রেতাদের বলছেন, মান ভালো থাকায় স্থানীয় পণ্য মন জয় করেছে। বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণে সাধারণ মানুষকে পৌঁছে দিতে শাটল সার্ভিসের ব্যবস্থা করেছে বিআরটিসি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply