Site icon Jamuna Television

উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে বাড়ছে শীতের তীব্রতা

শৈত্যপ্রবাহের কবলে দেশ। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতের তীব্রতা। আজ শনিবার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর, রাজশাহী ও সিলেটসহ কয়েকটি বিভাগের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। এদিন সকাল থেকে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় জবুথবু জনজীবন। হাড়কাপানো শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু।এদিকে, ঘন কুয়াশায় প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা এবং ব্যহত হচ্ছে নৌ ও ফেরি চলাচল।

/এমএন

Exit mobile version