সিনিয়র-জুনিয়র নয়, বিপিএলে যারা ভালো খেলবে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় শেষ পর্যন্ত তারাই থাকবেন। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বিপিএলের চলতি আসরে দেশি ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ বিসিবির প্রধান নির্বাচক। বললেন, বিপিএলে সেরা ক্রিকেটারদের সেরা ফর্মই দেখছে বাংলাদেশ।
বিপিএলের চলতি আসর এখন প্রায় মাঝ পর্যায়ে। এই ফ্র্যাঞ্চাইজি টুর্ণামেন্টে যারা ভালো করছেন, এখনই তাদের নাম নিতে চান না নান্নু। কারণ হিসেবে জানালেন, এখনও আসরের সিলেট ও ঢাকা পর্ব বাকি আছে।
নান্নু বলেন, দেশীয় খেলোয়াড়রা ভালো খেলছে, তাদের কমিটমেন্টও ভালো আছে। আশা করছি, সামনে আরও ভালো করবে।
এবারের আসরে শুরু থেকেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। বিপিএলের এবারের আসরে ১৯ ম্যাচ শেষে রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নাসির। বল হাতেও নিয়েছেন ৫টি উইকেট। কিন্তু নির্বাচকদের নজরে কি পড়েছেন এই অলরাউন্ডার?
এ প্রসঙ্গে নান্নুর জবাব, অনেক দিন পর নাসির ভালো পারফর্ম করছে। নাসিরের আরও স্থিতিশীল হওয়ার সুযোগ আছে। কারণ ও অনেক দিন পর পারফর্ম করছে, যা বিরাট ব্যাপার। নাসির কামব্যাক করেছে এবং পারফর্ম ধরে রাখতে পারলে অবশ্যই বিবেচনার মধ্যে থাকবে।
সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়েও কথা বলেন এই নির্বাচক। তার মতে, সেরা খেলোয়াড়দের সেরা ফর্মই দেখছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
/আরআইএম/এমএন
Leave a reply