সরকারের সময় শেষ হয়ে আসছে: ড. মোশাররফ

|

আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে আসছে। চেষ্টা করেও আর রক্ষা পাবে না দলটি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকীর আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় জানাবে মানুষ। নিজেদের দুর্বলতা আড়াল করতে সরকার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলেও জানান তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, দেশের এমন কোনো খাত নেই যেখানে জিয়াউর রহমানের অবদান নেই। যারা বাকশাল কায়েম করেছিল, তারাই এদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করছে। সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতির অবস্থা বেহাল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply