ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে দুই জায়ান্ট লিভারপুল ও চেলসি। খারাপ সময় পেছনে ফেলে ধারাবাহিক পারফরমেন্সের লক্ষ্য ক্লপ শীষ্যদের। অন্যদিকে, জয়ের ধারা ধরে রাখতে মরিয়া চেলসি।
লিভারপুলের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায়। ইপিএলে ফর্মটা ভালো যাচ্ছে না দুই দলেরই। টানা তিন ম্যাচে জয় বঞ্চিত থাকার পর এফএ কাপের সবশেষ ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে লিভারপুল। গত ম্যাচে মূল একাদশের বেশ কিছু ফুটবলারকে বিশ্রাম দেয়া হলেও চেলসির বিপক্ষে একাদশে থাকবেন সালাহ, নুনেজ ও অ্যালিসনের মতো তারকারা।
অন্যদিকে, টানা তিন হারের পর গত ম্যাচে জয়ের ধারায় ফিরেছে চেলসি। লিভারপুল ম্যাচে ব্লুজদের অভিষেক হতে পারে নতুন রিক্রুট মুড্রিকের। তবে নিষেধাজ্ঞার কারণে আরেক নতুন তারকা জাও ফেলিস্ক খেলতে পারবেন না এই ম্যাচ। তবে, স্টার্লিং, হাভার্টজ ও মাউন্টদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী ব্লুজ কোচ গ্রাহেম পটার।
১৮ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ম স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের সমান সংখ্যক পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তালিকার ১০ম স্থানে রয়েছে চেলসি। চ্যাম্পিয়নস লিগের আশা বাচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই দু’দলেরই।
/আরআইএম/এমএন
Leave a reply