পালিত কুকুরকে কুকুর বলে ডাকায় প্রতিবেশীকে হত্যা করেছে এক ব্যক্তি। ভারতের ডিন্ডিগুল জেলায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এই ঘটনা ঘটে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।
পুলিশ জানিয়েছে, উলাগামপট্টিয়ারকোট্টমের বাসিন্দা নির্মলা ফাতিমা রানী এবং তার ছেলে ড্যানিয়েল এবং ভিনসেন্ট ৬২ বছর বয়সী ওই প্রতিবেশীকে পোষা কুকুরকে কুকুর বলে না ডাকতে সতর্ক করেছিলেন। কিন্তু ওই প্রতিবেশী তাদের কথা শুনেনি।
বৃহস্পতিবার সকালে ওই প্রতিবেশী নাতিকে নিয়ে খামারে কাজ করতে যায়। নাতিকে পানির পাম্পের সুইচ অফ করতে পাঠানোর সময় হাতে একটি লাঠি রাখতেও বলেন তিনি। কারণ কুকুরটি আশেপাশে থাকলে তাকে পেটানো হবে। এ কথা শুনে ফেলে কুকুরটির মালিক ড্যানিয়েল।
পরে লাঠি নিয়ে তেড়ে গিয়ে ওই বৃদ্ধের ওপর হামলা করলে বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরই ড্যানিয়েল ও তার পরিবার পালিয়ে যায়। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে শুক্রবার নির্মলা ও তার ছেলেদের গ্রেফতার করে পুলিশ।
/এনএএস
Leave a reply