পুতিনের বাসভবনের পাশে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা

|

মস্কোতে শনিবার (২১ জানুয়ারি) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মহড়া চালিয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মস্কোতে এ মহড়া চালানো হয়েছে। খবর আল জাজিরা’র।

এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে। ফুটেজে দেখা যায়, পুতিনের বাসভবনের আশপাশে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

দেড় শতাধিক চৌকশ সেনা এবং ৩০টিরও বেশি সমরাস্ত্র দিয়ে এই মহড়া চালানো হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) মস্কোয় মন্ত্রণালয়গুলোর প্রধান ভবনে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেখা গেছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply