নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স

|

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্রিস হিপকিন্সের নাম চূড়ান্ত করেছে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টি। আগামী বুধবার (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন তিনি। খবর রয়টার্স’র।

বিদায়ী প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হওয়ার জন্য ৪৪ বছর বয়সী এই রাজনীতিক একাই ছিলেন প্রার্থী। রোববার লেবার পার্টির শীর্ষ বৈঠক বা ককাসে ঢালাও সমর্থন পান।

ক্রিস বলেন, জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভালোবাসা এবং বিশ্বাসের সর্বোচ্চ মূল্য দিবেন এমনটাও জানান।

ক্রিস আরও প্রতিশ্রুতি দেন, চলমান অর্থমন্দা থেকে কিউইদের রক্ষার মতো চ্যালেঞ্জ মোকাবেলা করবে তার সরকার। সবসময় জনগণের কাছে থাকবে স্বচ্ছ, করবে জবাবদিহিতা। উপ-প্রধানমন্ত্রী হিসেবে কারমেল সেপুলোনির নাম ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন জনপ্রিয় রাজনীতিক জেসিন্ডা আরডার্ন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply