ক্যানসার আক্রান্ত শরিফের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন তামিম

|

ছবি: সংগৃহীত

ক্যানসার আক্রান্ত ক্রিকেটার শরিফ ইসলামের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। রোববার (২২ জানুয়ারি) এ ক্রিকেটারের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

এর আগে, শরিফ ইসলামের জন্য ৫ লাখ টাকা দেয় বিসিবি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পর্যবেক্ষণে এই ক্রিকেটারের চিকিৎসা চলছে।

শরিফের জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্ট নেয়ার কাজ চলছে। একইসাথে তার পাসপোর্টও করতে দেয়া হয়েছে। ঢাকায় প্রথম কেমো দেয়ার পর তাকে ভারতে নেয়া হবে।

এর আগে, শরিফের অসুস্থতার কথা যমুনা টেলিভিশনের মাধ্যমে বিসিবি সভাপতিকে জানানো হলে তিনি সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন।

তামিম ইকবাল ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়ান, এটা নতুন কিছু নয়। এর আগেও তিনি গ্রান্ডস ম্যানদের অর্থ দিয়ে সাহায্য করেছিলেন।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply