নাটোরের বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত, আহত ১০

|

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরের লালপুরের দাঁইরপাড়ায় যাত্রীবাহী বাস ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার দাইরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ট্রাক চালক মাফিজুল ইসলাম (২৬) এবং একই উপজেলার চৌগ্রামের আকবর আলীর ছেলে ট্রাকের হেলপার মোহাম্মদ আমীন (১৯)।

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ শামসুন নুর জানান, রাজশাহী থেকে ফরিদপুরগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম ও লালপুর উপজেলা সীমান্ত দাঁইরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও ট্রাকের হেলপার মারা যান। এ সময় নাটোরের ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের অন্তত ১০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বনপাড়ায় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।?

যমুনা অনলাইন: এনআই/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply