চীন যাচ্ছে রূপপুরের পণ্যবহনকারী রুশ জাহাজ আরসা মেজর। মেরিন ট্রাফিকের ওয়েব সাইট তাদের তথ্যে জানিয়েছে, চীনের সান্তৌ বন্দরে ৩১ জানুয়ারির মধ্যে জাহাজটি পৌঁছাবার কথা। সান্তৌ বন্দর চীনের গোয়াংতৌ প্রদেশে অবস্থিত।
পাবনার ঈশ্বরদীতে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পে খরচ হচ্ছে ১২ বিলিয়ন ডলার। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম তৈরি করছে দু’হাজার চারশো মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। এই প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম আসছে রাশিয়া থেকে।
সম্প্রতি এমন একটি জাহাজ ‘আরসা মেজর’ আসছিল চট্টগ্রাম বন্দরে। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, সেই জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভূক্ত। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার নিবন্ধন থেকে সেটা নিশ্চিত হয় বাংলাদেশও। জানা যায়, কেবল রং পরিবর্তন ও নাম পাল্টে রাশিয়ার পতাকাবাহী সেই জাহাজ বাংলাদেশে পাঠানো হয়।
বাংলাদেশে পণ্য খালাস করতে না পেরে জাহাজটি ভারতে হলদিয়া বন্দরে খালাসের চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে সেখানেও মালামাল খালাসে ব্যর্থ হয়ে এখন চীনের দিকে যাচ্ছে রূপপুরের পণ্যবহনকারী এই জাহাজ। তবে জাহাজটি বর্তমানে অবস্থান ভারতেই দেখাচ্ছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞাহীন জাহাজে রূপপুর প্রকল্পের সরঞ্জাম পাঠাতে মস্কোকে ঢাকার আহ্বান
/এম ই
Leave a reply