Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ‘জামাতুল আনসার’ এর সামরিক প্রধানসহ ২ জন গ্রেফতার

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীরকে গ্রেফতার করেছে। একইসঙ্গে তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, রোববার (২২ জানুয়ারি) রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান শুরু করে র‍্যাব। রোববার রাত থেকে সকাল পর্যন্ত চলে এ অভিযান।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, জঙ্গি সংগঠনটির শীর্ষস্থানীয় এক নেতাসহ কতিপয় সশস্ত্র সদস্যের অবস্থান করার খবরে র‍্যাবের একটি দল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালায়।

র‍্যাব আরও জানায়, রোহিঙ্গা ক্যাম্পে চালানো এই সাঁড়াশি অভিযানে জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীটির গোলাগুলি হয়েছে।

/এমএন

Exit mobile version