আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা করলে ইউরোপীয় আর্মির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: ইরান

|

ইরান রেভল্যুশনারি গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী তালিকাভুক্ত করলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেহরান। এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। খবর এপির।

রোববার (২২ জানুয়ারি) ইরানের পার্লামেন্ট অধিবেশনে স্পিকার মোহাম্মদ বাঘার কালিবাফ বলেন, ইইউ এর এ ধরনের পদক্ষেপে বন্ধ হয়ে যেতে পারে কূটনীতির পথ। পশ্চিমাদের আবারও ভেবে দেখার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ বাঘার কালিবাফ বলেন, পশ্চিমাদের বলবো, ভালো করে ভেবে দেখতে। যাতে কূটনৈতিক পথ বন্ধ হয়ে না যায়। তারা একই সময় ইরানের সাথে সংঘাতে গিয়ে আলোচনার দরজা খোলা আছে বলে দাবি করতে পারে না। আইআরজিসিকে সন্ত্রাসী বা নিষেধাজ্ঞার তালিকায় রাখা হলে দ্রুত কঠোর জবাব দেয়া হবে। ইউরোপীয় আর্মিকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার সিদ্ধান্তের কথা জানায় ইইউ। পাশাপাশি নতুন করে নিষেধাজ্ঞার কথাও বলা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply