অনির্দিষ্টকাল ইভিএমের অপেক্ষা করবে না কমিশন: ইসি

|

নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

ইভিএমের জন্য নির্বাচন কমিশন অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যালট ও ইভিএমের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত হবে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনে এক সভা শেষে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ব্যালটে ভোট করতে হলে প্রস্তুতির দরকার। সে জন্য ১ ফেব্রুয়ারির উপ নির্বাচনের পরই এ নিয়ে বৈঠক করবে ইসি। এছাড়া হাতে থাকা ইভিএম কতটা ব্যবহারযোগ্য তাও যাচাই বাছাই চলছে। তিনি জানান, ব্যালট এবং ব্যবহারযোগ্য ইভিএম উভয় নিয়েই সিদ্ধান্ত নেয়া হবে। মুখাপেক্ষী থাকার প্রশ্ন নেই। সময়ের সাথে আমাদের এগিয়ে যেতে হবে। কাজেই, অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করার সুযোগ নেই।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় স্পীকারের সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

উল্লেখ্য, গত অক্টোবরে নতুন ইভিএম কিনতে ৮ হাজার কোটি টাকার প্রকল্প জমা দেয় ইসি। এরপর কয়েকটি একনেক সভা হলেও পাস হয়নি প্রকল্প। এর আগে প্রাপ্তির উপর ভিত্তি করে সর্বোচ্চ দেড়শো আসনে ইভিএম ব্যবহারের কথা জানিয়েছিল ইসি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply