পাবনা প্রতিনিধি:
পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি ও নকল ব্যান্ডরোলসহ আবু তালেব নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সোমবার (২৩ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১২ কর্তৃপক্ষ।
এর আগে রোববার (২২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পাবনা ক্যাম্পের স্কোয়াড লিডার তৌহিদুল মবিন খান ও সিনিয়র এএসপি কিশোর রায়ের নেতৃত্বে র্যাবের একটি দল আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আবু তালেবের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৭ লাখ শলাকা নকল বিড়ি ও ১০ হাজার নকল ব্যান্ডরোলসহ আবু তালেবকে (৫৫) আটক করে তারা। আটককৃত আবু তালেব আতাইকুলার রঘুরামপুর গ্রামের মৃত জব্বার প্রামাণিকের ছেলে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে নকল বিড়ি তৈরির মুল হোতা আবু তালেবের বড় ভাই আব্দুস সাত্তার (৬০) পালিয়ে যায়। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলা দায়েরের পর আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এএআর/
Leave a reply