বন্যার পর, তীব্র তাপদাহের কবলে জাপান। দু’সপ্তাহে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েক হাজার মানুষ।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি সপ্তাহে মধ্যাঞ্চলে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা জাপানের আবহাওয়ার রেকর্ডে গেল পাঁচ বছরে সর্বোচ্চ।
এরমাঝে কিয়োটো এলাকায় সপ্তাহজুড়ে তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। যা দু’শ’ বছরের মধ্যে এই প্রথম। গরম থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ছয় বছরের এক শিশুর মৃত্যুর পর, জারি করা হয় এ সর্তকতা।
গেলো মাসে ভয়াবহ বন্যায় প্রাণ হারান দেশটির দুই শতাধিক মানুষ।
Leave a reply