মালিকের ঝড়ে বড় সংগ্রহ পেলো রংপুর

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৯ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। ৪৫ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন পাকিস্তানি এ ব্যাটার।

ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর রাইডার্স। দলীয় ২ রানের মাথায় ব্যক্তিগত ১ রান করে শুভাগত হোমের বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেখ মাহেদী। ৩ নম্বরে ব্যাট করতে আসা পারভেজ ইমনও সুবিধা করতে পারেননি। ১ রানে জীবন পেয়েও ৬ রান করে শুভাগত হোমের দ্বিতীয় শিকার হন ইমন। ওপেনার নাঈম শেখকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয় শোয়েব মালিক। ২৯ বলে ৩৪ রানের কার্যকারী ইনিংস খেলে ভিজয়কান্থের বলে ক্যাচ আউট হন নাইম। ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় রংপুর রাইডার্স।

ছবি: সংগৃহীত

এরপরই শুরু হয় শোয়েব মালিকের ঝড়। আফগান অলরাউন্ডার ওমরজাইকে নিয়ে ১০৫ রানের জুটি গড়েন মালিক। ২৪ বলে ৪২ রানের ক্যামিও ইনিংস খেলে ওমরজাই আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থাকেন মালিক। ৫টি বিশাল ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৭৫ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি এই ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে রংপুরের ইনিংস।

চট্টগ্রামের হয়ে ৩টি উইকেট নেন পেসার মেহেদী হাসান রানা এবং ২টি উইকেট পান অধিনায়ক শুভাগত হোম। ১৮০ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে চট্টগ্রাম।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply