সরকারি হাসপতালে ৫০ ভাগের বেশি এক্সরে মেশিন সচল নাই: স্বাস্থ্যমন্ত্রী

|

সরকারি হাসপতালে ৫০ ভাগের বেশি এক্সরে মেশিন সচল নাই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, এটার দায় অবশ্যই ডাক্তারদের নিতে হবে। এর ব্যবস্থাপনার দায়িত্বে চিকিৎসকরাই আছেন।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দাবি করেন, স্বাস্থ্য ব্যবস্থার মান আগের থেকে বাড়ছে।

জাহিদ মালেক বলেন, ডাক্তাররাই চিকিৎসা ব্যবস্থার হৃদয়। আধুনিক যন্ত্র বা ভবন নয়, মানসম্মত সেবা নিশ্চিত করতে পারেন চিকিৎসক-নার্সরাই। পুরোনো হাসপাতালের পাশাপাশি নতুন হাসপাতালের পরিবেশও অনেক সময় খারাপ দেখা যায়। তাই এর থেকে বাঁচতে মানসম্মত প্রশাসনিক ব্যবস্থাপনা প্রয়োজন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা ব্যবস্থায় বিদেশে হাসপাতালে নিরাপত্তা লাগে না। কিন্তু বাংলাদেশে রোগীর স্বজনরা সহিংস আচরণ করেন। এই বাস্তবতা স্বীকার করেই মানসম্মত সেবা নিশ্চিত করা দায়িত্ব।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply