ঢাকার মহাখালী ফ্লাইওভারে মধ্যরাতে গাড়ি থামিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে র্যাব সদস্যসহ তিনজনকে গ্রেফতারের ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, র্যাব-পুলিশ কেউই আইনের ঊর্ধ্বে নয়। অনেক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য কারাগারে রয়েছে। এখন পর্যন্ত ১৭ জন র্যাব সদস্য কারাগারে আটক আছে। আইন অনুযায়ী সবারই বিচার হবে।
এর আগে, শনিবার (২১ জানুয়ারি) ঢাকার মহাখালী ফ্লাইওভারে মধ্যরাতে গাড়ি থামিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে র্যাব সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আরিয়ান আহমেদ জয় (২৩), র্যাব সদস্য আল মোমেন (২৬) ও গাড়িচালক ফরহাদ হোসেন (২২)। গ্রেফতারকৃতদের মধ্যে আল মোমেন নিজেকে র্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। তাকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার হওয়া বাকি দু’জনের মধ্যে একজন ভুক্তভোগীদের গাড়িচালক। জয় নামের অপর ব্যক্তিকে ঘটনাস্থল থেকে জনতা হাতেনাতে আটক করে।
এসজেড/
Leave a reply