থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা, দুই শিশুসহ নিহত ১১

|

থাইল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাতে দেশটির মধ্যাঞ্চলীয় নাখোন রাতচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৩ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে থাইল্যান্ড পুলিশ এসব তথ্য জানায়। খবর থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের।

পুলিশ কর্নেল ইংগিওস পোলদেজ বলেন, ১২ জনকে বহনকারী ভ্যানটি উত্তর-পূর্ব আমনাত চারোয়েন প্রদেশ থেকে ব্যাংক অভিমুখে যাওয়ার সময় এটি মধ্য নাখোন রাতচাসিমা প্রদেশে শনিবার রাতে মহাসড়ক থেকে ছিটকে পড়ে আগুন ধরে যাওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এক ব্যক্তি জানালা দিয়ে বের হতে সক্ষম হলেও অন্যরা সেখানে আটকা পড়ে এবং আগুনে পুড়ে মারা যায়।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী থানাচিট কিংকাউ বলেন, আমি ঘুম থেকে জেগে উঠে জানতে পারি যে, ভ্যানটি উল্টে গেছে। তবে কী হয়েছে তা আমি দেখতে পাইনি। দুর্ঘটনার পর গাড়িটির পেছন দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা পুরো ভ্যানে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, আমি গাড়ির জানালায় লাথি মারতে শুরু করি এবং একটি ছোট ছিদ্র দিয়ে বের হতে সক্ষম হই। এর পরপরই ভ্যানটি বিস্ফোরিত হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply