এবারের বিপিএলের প্রথম ম্যাচটাই জিতেছিল ঢাকা। কিন্তু, কে জানতো এরপরই টানা ৬ ম্যাচে কোনো জয় পাবে না ঢাকা ডমিনেটরস! সোমবারের ম্যাচে কুমিল্লার হয়ে খেলতে আসা পাকিস্তানি পেসার নাসিমের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ৬০ রানে বড় জয় পেয়েছে কুমিল্লা। এতে ৭ ম্যাচের ৬টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে এখন নাসির হোসেনের দল। আর, হ্যাট্রিক হার দিয়ে এবারের বিপিএল শুরু করা কুমিল্লার টানা চতুর্থ জয় এটি।
সোমবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ঢাকাকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ জয়ের সুবাদে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে এখন ইমরুল কায়েসের দল।
কুমিল্লার দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগছিলেন ঢাকার ব্যাটাররা। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর ৬ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় ঢাকা ডমিনেটর্স। চতুর্থ উইকেট জুটিতে উসমান গনিসহ দলকে কিছুটা কিছুটা এগিয়ে নেয়ার চেষ্টা করেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। কিন্তু ১৫ বলে ১৭ রান করা নাসিরও ডেসিংরুমে ফিরলে আর ম্যাচে ফেরা হয়নি ঢাকা। ১০৪ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে স্বাগতিক ঢাকা।
ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন উসমান গনি। আর, বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ৪ উইকেট পেয়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ।
এর আগে, দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লিটন আউট হয়ে গেলে শুরুর চাপ সামলে নেন ইমরুল-চার্লস জুটি। তবে ব্যক্তিগত ২৮ রানে ইমরুলের বিদায়ের পর চার্লসও ফেরেন ব্যক্তিগত ৩২ রানে। এরপর, খুশদিলের ৩০, জাকের আলির ২০ আর আবু হায়দার রনির ১১ রানে ভর করে ঢাকাকে ১৬৪ রানের লক্ষ্য দেয় কুমিল্লা।
/এসএইচ
Leave a reply