Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ার বন্দুক হামলা: প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। সোমবার (২৩ জানুয়ারি) লস অ্যাঞ্জেলস পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিবিএস নিউজের।

এদিকে নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে পুলিশ। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি। উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক গোলাবারুদের বক্স উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাড়িতেই গান সাইলেন্সার তৈরি করতো সে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৪২টি গুলির খোসা।

উল্লেখ্য, শনিবার (২১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় রাতে চান্দ্রবর্ষ বরণের জমকালো অনুষ্ঠানে হামলা চালায় ওই বন্দুকধারী। পরে নিজেও আত্মহত্যা করে। গুলিবিদ্ধ আরও ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম মাসেই এ পর্যন্ত ৩৬টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হয়েছে। যাতে প্রাণ গেছে শিশুসহ ৬৮ জনের।

এএআর/

Exit mobile version