Site icon Jamuna Television

এমবাপ্পের ৫ গোলে পিএসজির বড় জয়

ছবি : সংগৃহীত

পি দে কেসেলকে গোলে ভাসিয়ে ফরাসি কাপের শেষ ষোলোয় উঠেছে পিএসজি। ছোটো প্রতিপক্ষকে এদিন ৭-০ গোলে হারিয়েছে ক্রিস্তফ গালতিয়ের দল। এ ম্যাচে কিলিয়ান এমবাপ্পে একাই করেছেন ৫ গোল।

লিওনেল মেসির ছাড়া খেলতে নামা দলটির অন্য দুটি গোল করেন নেইমার ও কার্লোস সলের। খেলার দশম মিনিটে জালে বল পাঠান এমবাপ্পে। তবে বেজে ওঠে অফসাইডের বাঁশি। পরে গোল হতে অবশ্য খুব বেশি দেরি হয়নি।

প্রথমার্ধেই চারবার জালে বল পাঠিয়ে জয়ের পথে এগিয়ে যায় তারা। বিরতির পরও প্রত্যাশিতভাবেই একচেটিয়া চাপ ধরে রাখে পিএসজি। এ অর্ধে ৩ গোল করে ৭-০ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পিএসজি।

এএআর/

Exit mobile version