রুশ স্পিকারের সাথে রইসির বৈঠক

|

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সাথে সাক্ষাৎ করেছেন রুশ পার্লামেন্টের স্পীকার ভ্যাচেস্লাভ ভলোদিন। বৈঠকে দুই দেশের পারস্পারিক সহযোগিতাসহ ইউক্রেন – রাশিয়া যুদ্ধের নানা বিষয় উথাপিত হয়। খবর তেহরান টাইমসের।

সোমবার (২৩ জানুয়ারি) তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রুশ স্পিকার তার আশংকার কথা জানিয়ে বলেন, ইউক্রেনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যটোর সমর্থন বিশ্বকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। কিয়েভকে অস্ত্র সরবরাহ, সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমের সাথে ইরানের উত্তেজনার মধ্যেই তেহরান সফর করছেন স্পিকার ভলোদিন।
/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply