Site icon Jamuna Television

প্রয়াত গীতিকার বন্ধুর সন্তানদের দায়িত্ব নিলেন জেমস


অকাল প্রয়াত গীতিকার বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস।

সম্প্রতি, ঢাকা থেকে নড়াইলের ধোপাদহ গ্রামে যান জেমস। সেখানে পৌঁছে প্রয়াত গীতিকারও বিশু শিকদারের কবর জিয়ারত করেন তিনি। এ সময় বিশুর পরিবারকে সার্বিক সহযোগিতা এবং বিশুর সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যা সঙ্গীতা সুকন্যা ও দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিয়া রশ্নির সব দায়িত্ব নেয়ার আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন জেমসের সঙ্গে কাজ করেছেন বিশু। জেমসের প্রকাশিত সর্বশেষ গান ‘আই লাভ ইউ’ যৌথভাবে লিখেছেন তিনি। গত ২১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন খ্যাতিমান এ গীতিকার।

/এসএইচ

Exit mobile version