কারাগার থে‌কে মুক্ত হ‌য়ে দুধ দিয়ে গোসল চেয়ারম্যানের

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল: 

টাঙ্গাই‌লের ঘাটাইলের সাগর‌দিঘী ইউ‌পি চেয়ারম্যান হেকমত সিকদার কারাগার থে‌কে মুক্ত হ‌য়ে দুধ দি‌য়ে গোসল ক‌রে‌ছেন। এর আ‌গে তি‌নি ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে স‌হিংসতায় নিহত বিএন‌পি আব্দুল মা‌লেক হত্যা মামলায় কারাগা‌রে ছি‌লেন। 

মঙ্গলবার (২৪ জানুয়া‌রি) বিকেলে কারাগার থে‌কে মুক্ত হ‌য়ে চেয়ারম্যান হেকমত সিকদার সাগর‌দিঘী তার গ্রা‌মের বা‌ড়ি‌তে দুধ দি‌য়ে গোসল ক‌রেন। 

গোসলের আগে চেয়ারম্যান হেকমত সিকদার তার লোকজন নি‌য়ে সাগর‌দিঘী বাজা‌রে আনন্দ মি‌ছিল করে। 

সাগর‌দিঘী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হেকমত সিকদার ব‌লেন, আমার প‌রিবা‌রের কেউ জেল খা‌টে‌নি। আ‌মিই প্রথম কারাগারে থে‌কে‌ছি। এ‌তে বা‌ড়ি‌তে আসার পর প‌রিবা‌রের লোকজন দুধ দি‌য়ে গোসল ক‌রে প‌বিত্র ক‌রেন। 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ মার্চ ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ৩ টায় গুলিতে আব্দুল মালেক (৪৫) নামে বিএন‌পির এক নেতা নিহত হন। সে গুপ্তবৃন্দাবন গ্রামের বাসিন্দা নেছার উদ্দিনের ছেলে। পরদিন ২৯ মার্চ গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

এ ঘটনায় চেয়ারম্যানকে আসামি ক‌রে মামলা ক‌রে তার প‌রিবার। এ ঘটনায় জ‌ড়িত থাকায় চেয়ারম্যান হেকমত সিকদার‌কে গত ১ জানুয়া‌রি গ্রেফতার ক‌রে আদাল‌তে পাঠায় ক্রিমিনাল ইনভেস্টেগেশন ডিপার্টমেন্ট (সিআই‌ডি)।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply