পেরুতে চলমান বিক্ষোভ-সহিংসতায় ক্ষতি ৫ বিলিয়ন ডলার

|

পেরুতে চলমান বিক্ষোভে উৎপাদন খাতে ২ বিলিয়ন ডলারের লোকসান গুনেছে সরকার। তাছাড়া বিক্ষোভ-সহিংসতায় ৩ বিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দেশটির প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। এ সময় আন্দোলনকারীদের সমঝোতায় বসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিক্ষোভ-সহিংসতার মাধ্যমে কোনো কিছু হাসিল হচ্ছে না; উল্টো ধ্বংস হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। পরিস্থিতি মোকাবেলায় ৬টি অঞ্চলে জারি করা জরুরি অবস্থার সময়সীমা আরও বৃদ্ধি ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।

গেল দেড় মাসের সহিংসতায় কমপক্ষে ৫৬ জনের প্রাণ গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ- অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে। অবিলম্বে তার মুক্তি, আগাম নির্বাচন এবং সংবিধান সংস্কারের দাবি জানান তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply